দেশের ১,৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা চার দশকের অপেক্ষার পর অবশেষে এমপিওভুক্তির প্রক্রিয়ায় এগোচ্ছে। এ বিষয়ে হালনাগাদ তথ্য চেয়ে মাঠ প্রশাসনকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
সোমবার (৫ মে) বিভাগের সিনিয়র সহকারী সচিব সৈয়দ আসগর আলীর স্বাক্ষরিত চিঠিতে সব জেলা প্রশাসককে নির্ধারিত ফরম্যাটে আগামী ১৫ মে-এর মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছিলেন। তাদের চাপের মুখে সরকার প্রথমবারের মতো নিবন্ধিত এসব মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এমপিও সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এমপিওভুক্তির জন্য ১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলে শিক্ষক-কর্মচারীরা সরকারি অংশের বেতন পাবেন।
তবে শিক্ষকরা কেবল এমপিওভুক্তিতেই সীমিত থাকতে নারাজ। তাদের দাবি, ইবতেদায়ি মাদরাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো পূর্ণাঙ্গ জাতীয়করণ করা হোক। তাদের যুক্তি, একই রকম পাঠ্যসূচি, বয়সসীমা এবং শিক্ষাকার্যক্রম পরিচালনা করেও তারা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। জাতীয়করণ না হলে শিক্ষকদের সামাজিক নিরাপত্তা, অবসর সুবিধা ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত হবে না বলে মত দিয়েছেন তারা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.