ফুটবল বিশ্বে একই রাতে নেমে এলো যুগের অবসানের ইঙ্গিত। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো—দুই কিংবদন্তি একই দিনে মহাদেশীয় টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তাদের ক্লাবগুলো হারের মুখ দেখল, যেন একসাথে শেষ হলো এক যুগের আধিপত্য।
ইন্টার মায়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিল। প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা মায়ামির দ্বিতীয় লেগে অন্তত তিন গোলের জয় দরকার ছিল। জর্দি আলবার গোলে আশা জাগলেও সেবাস্টিয়ান বর্হাল্টের এক গোল ও দুই অ্যাসিস্টে ভ্যাঙ্কুভার ফাইনালে পৌঁছাল। মেসি টানা চতুর্থ ম্যাচে গোলশূন্য থাকলেন, আর মায়ামি টানা তৃতীয় হার মেনে নিল।
মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, "আমাদের রক্ষণে দুর্বলতা ছিল, এটা স্বীকার করতেই হবে। এই পরাজয় থেকে শিখে এগিয়ে যেতে হবে।"
এশিয়ায় রোনালদোর আল নাসর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানের কাওাসাকি ফ্রন্টেলের কাছে ৩-২ গোলে হেরে গেল। সাদিও মানে ও আয়মান ইয়াহিয়ার গোলেও প্রতিপক্ষের তরুণদের গতি ও কৌশলের কাছে হার মানল পিওলির দল। রোনালদো গোলের কাছাকাছি গেলেও শেষ মুহূর্তে ব্যর্থ হলেন।
আল নাসরের কোচ স্তেফানো পিওলি স্বীকার করলেন, "আমরা গুরুত্বপূর্ণ ভুল করেছি, যা ম্যাচের নিয়ন্ত্রণ হারানোর কারণ হয়েছে।"
একই রাতে দুই মহাদেশে দুই কিংবদন্তির বিদায় যেন ইঙ্গিত দিল—সময় বদলাচ্ছে। মেসি ও রোনালদো এখনও মাঠে আলো ছড়ালেও তাদের শক্তির মাত্রা প্রশ্নের মুখে। তাদের বিদায় শুধু ক্লাবের জন্য নয়, সমর্থকদের জন্যও এক বেদনাদায়ক মুহূর্ত।
ফুটবল ইতিহাসে এই রাতটি চিহ্নিত থাকবে দুই তারকার ট্র্যাজেডি হিসেবে, যেখানে নতুন প্রজন্মের পদধ্বনি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.