ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্ক ফের উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দিয়েছে ভারত সরকার।
সোমবার (৫ মে) পাকিস্তানি দৈনিক ‘দ্য ডন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতে কেউ ইমরান খান কিংবা বিলাওয়ালের এক্স প্রোফাইলে প্রবেশ করতে গেলে সেখানে একটি বার্তা দেখা যাচ্ছে— "আইনি নির্দেশনার কারণে এই অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে।"
এ বিষয়ে পিপিপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিলাওয়াল হাউসের গণমাধ্যম সেল এক বিবৃতিতে বলেছে, “বিলাওয়াল ভুট্টো-জারদারির বক্তব্যে আতঙ্কিত হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি প্রমাণ করে যে ভারত আসলে গণতান্ত্রিক নয় এবং দেশটির প্রধানমন্ত্রী একজন ভীতসন্ত্রস্ত ব্যক্তি।”
পাহেলগাঁও হামলার পর ভারত সরাসরি এর জন্য পাকিস্তানকে দায়ী করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে যেকোনো প্রয়োজনে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন জবাব দেওয়ার জন্য। এদিকে পাকিস্তানও সম্ভাব্য যেকোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.