ঢাকাই সিনেমার গৌরবময় নব্বই দশক মানেই ছিল এক ঝাঁক জনপ্রিয় নায়িকার দাপট। সময়ের সঙ্গে অনেকেই হারিয়ে গেছেন আলো থেকে, কেউবা নিজের ইচ্ছেতেই থেমে গেছেন। কে কোথায় আছেন এখন? জেনে নিই একঝলকে—
‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে যাত্রা শুরু, হয়ে উঠেছিলেন ঢালিউডের রাজকন্যা। এখন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। স্বামী ওমর সানীর ভাষায়—মৌসুমী আর ফিরছেন না অভিনয়ে।
‘চাঁদনী’ সিনেমা দিয়ে যাত্রা, ছিলেন নব্বইয়ের অন্যতম আলোচিত মুখ। এখন পুরোপুরি অভিনয়ের বাইরে, শোবিজ থেকেও দূরে।
সালমান শাহর সঙ্গে জুটি গড়ে শীর্ষস্থানীয় নায়িকায় পরিণত হন। বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাসরত। মাঝেমধ্যে দেশে আসেন, আবারও সিনেমায় ফেরার ইঙ্গিত দিয়েও সময় দিচ্ছেন না নিশ্চিতভাবে।
তিনবার জাতীয় পুরস্কারজয়ী এই নায়িকা হঠাৎ অন্তরালে চলে যান। পরে জানা যায়, বিয়ে করে সংসার করছেন। নিজেই জানিয়েছেন, তিনি আর সিনেমায় ফিরছেন না।
‘প্রিয়জন’ সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করে পরিচিতি পান। সিনেমা থেকে সরে গেছেন অনেক আগেই। বর্তমানে gelegdi-ভিত্তিক অনুষ্ঠানে অংশ নেন।
‘ত্যাজ্যপুত্র’ দিয়ে অভিষেক, ‘ভণ্ড’ দিয়ে আলোচনায় আসা। ২০১৩ সালে সর্বশেষ সিনেমা, বর্তমানে সুইডেনে সংসার করছেন।
অলিভিয়া, অন্তরা, জেবা, সোনিয়া, লিমা, শাহনাজসহ আরও অনেকেই একসময় আলোচনায় থাকলেও এখন সিনেমা থেকে অনেক দূরে, কেউ কেউ একেবারেই হারিয়ে গেছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.