ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর কেউ হামলার চিন্তাও করলে, তেহরান তার জবাবে কঠোর ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখাবে।
রোববার (৪ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সামরিক হুমকির প্রসঙ্গ টেনে নাসিরজাদে বলেন, “দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি, মার্কিন কর্মকর্তারা একদিকে আলোচনার আগ্রহ ও আন্তরিকতার কথা বলেন, অথচ অন্যদিকে নিয়মিতভাবে ইসলামি প্রজাতন্ত্রকে সামরিক হামলার হুমকি দিয়ে যাচ্ছেন।”
তিনি জানান, ইরানের কাছে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে এবং যদি যুদ্ধ শুরু হয়, তবে ইরান বিনা দ্বিধায় এসব ক্ষেপণাস্ত্র যেকোনো লক্ষ্যে ব্যবহার করবে।
নাসিরজাদে আরও বলেন, “যদি আমাদের ওপর হামলা হয় বা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, আমরা শক্ত হাতে তার জবাব দেব। শত্রুদের স্বার্থ ও সামরিক ঘাঁটিগুলোর ওপর নির্দয়ভাবে পাল্টা হামলা চালানো হবে—কোনো ধরনের দ্বিধা বা সীমাবদ্ধতা ছাড়াই।”
তিনি সতর্ক করে জানান, “আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর শত্রু নই; তারা আমাদের ভাই। তবে তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আমাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।”
নতুনভাবে তৈরি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় অধিক গতিশীল এবং এটি মার্কিন THAAD ও প্যাট্রিয়ট এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১,২০০ কিলোমিটার বলেও জানান তিনি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.