আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। এই টুর্নামেন্টের জন্য আগামীকাল, রবিবার (১২ জানুয়ারি) এর মধ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা আইসিসির কাছে ১৫ সদস্যের স্কোয়াড জমা দিতে হবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে। নির্ধারিত সময়ের শেষদিনেই বাংলাদেশ নিজেদের চূড়ান্ত দল আইসিসির কাছে জমা দেবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে নির্বাচকদের প্রধান উদ্বেগ ছিল দুজন ক্রিকেটার নিয়ে। এর মধ্যে তামিম ইকবাল গত শুক্রবার (১০ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। অন্যদিকে, ‘অবৈধ’ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হচ্ছে না বলে শোনা যাচ্ছে।
বিসিবির একজন নির্বাচক গণমাধ্যমকে জানান, আগামীকালই আইসিসিতে স্কোয়াড জমা দেবে বিসিবি। তবে সেটা এখনই গণমাধ্যমে প্রকাশ করা হবে না। কারণ, স্কোয়াড জমা দেওয়ার পরও দলের পরিবর্তনের সুযোগ পাবে দলগুলো।
বিসিবির সেই নির্বাচক বলছিলেন, ‘আগামীকালই (রোববার) দল পাঠাব আমরা। কিন্তু এই দলটি এখন প্রকাশিত হবে না। এই দলটি শুধু আইসিসিতে যাবে। পরে আমরা সবাইকে জানাবো। দল প্রায় চূড়ান্ত করা হয়েছে।’
প্রসঙ্গত, ১২ জানুয়ারি আইসিসির কাছে দল জমা দিলেও, সে দলে পরিবর্তন আনার জন্য আরও এক মাস সময় পাবে দলগুলো। ১২ ফেব্রুয়ারি তথা টুর্নামেন্ট মাঠে গড়ানোর ঠিক এক সপ্তাহ আগে শেষ হবে দলে পরিবর্তন আনার সুযোগ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.