কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসলামাবাদ কড়া পদক্ষেপ নিয়েছে। দেশটি গতকাল (রোববার) থেকে তাদের স্থল, সমুদ্র ও আকাশপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।শুধু তাই নয়, তৃতীয় কোনো দেশ থেকে পাকিস্তানের ওপর দিয়ে ভারতে পণ্য রপ্তানির পথও বন্ধ করে দেওয়া হয়েছে।
পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগেই যেসব পণ্যের জন্য ঋণপত্র (এলসি) ইস্যু করা হয়েছে, সেগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
নতুন নিষেধাজ্ঞার আওতায়-
পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ‘পোর্টস অ্যান্ড শিপিং উইং’ জানায়, সাম্প্রতিক সামুদ্রিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যতিক্রমী কোনো আবেদন থাকলে তা আলাদাভাবে বিবেচনা করা হবে।
এর আগে শনিবার রাতে পাকিস্তান নিজ দেশের বন্দরগুলোয় ভারতীয় পতাকাবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এর পাল্টা হিসেবে ভারতও আগে পাকিস্তানি পতাকাবাহী জাহাজের প্রবেশ বন্ধ করে দেয়।
এ নিষেধাজ্ঞার পেছনে সরাসরি কারণ হলো কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়া। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.