রংপুর মহানগর ছাত্রশিবির জুলাই গণঅভ্যুত্থান, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ, পিলখানা ট্র্যাজেডিসহ বিভিন্ন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে। সোমবার (৫ মে) সকাল সাড়ে ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা, জেলা শাখার সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, মহানগর প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, কারমাইকেল কলেজ শাখার সভাপতি মেহেদী হাসান ও রংপুর সরকারি কলেজ শাখার সভাপতি সামসুল ইসলামসহ নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ৯ মাস পেরিয়ে গেলেও এখনো কোনো বিচারকার্য দৃশ্যমান হয়নি। শাপলা চত্বর, পিলখানা হত্যাকাণ্ড, ২৮ অক্টোবরের সহিংসতা ও অন্যান্য ঘটনার বিচারও আটকে আছে। তারা দাবি করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.