দীর্ঘ ১৫ ঘণ্টা ধরে সংবাদ সম্মেলন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এ সময় তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন, যা তাকে বিশ্বরেকর্ড গড়তে সহায়তা করেছে।
এই দীর্ঘ সংবাদ সম্মেলনটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ২০১৯ সালের ১৪ ঘণ্টার সংবাদ সম্মেলনের রেকর্ড ভেঙে দিয়েছে। শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে, এই কনফারেন্সটি ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে চলেছিল এবং মধ্যরাতের পর তা শেষ হয়। মুইজ্জু নামাজের জন্য কিছু সময় বিরতি নেন, তারপর আবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এএফপি'র প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই দীর্ঘ সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। প্রেসিডেন্ট মুইজ্জু সংবাদমাধ্যমের গুরুত্ব সম্পর্কে বলেন, "তিনি সমাজে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেন এবং তথ্যভিত্তিক, সুষম ও নিরপেক্ষ প্রতিবেদনের গুরুত্বের ওপর জোর দেন।"
কনফারেন্সে সাধারণ জনগণের পাঠানো প্রশ্নও তিনি উত্তর দিয়েছেন, আর প্রায় দুই ডজন সাংবাদিক উপস্থিত ছিলেন। তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল।
মোহাম্মদ মুইজ্জু ২০২৩ সালে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার প্রশাসন মালদ্বীপের গণমাধ্যম স্বাধীনতা সূচকে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। ২০২৫ সালের রিপোর্টার্স উইদাউট বর্ডারস' এর সূচকে দক্ষিণ এশিয়ার এই দেশটি ১৮০টি দেশের মধ্যে ১০৪তম স্থানে উঠে এসেছে, যা আগের বছরের তুলনায় দুই ধাপ উন্নতি।
এর আগে, ২০০৯ সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ জলবায়ু পরিবর্তনের হুমকি তুলে ধরতে বিশ্বের প্রথম পানির নিচে মন্ত্রিসভার বৈঠক আয়োজন করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা স্কুবা গিয়ারে সজ্জিত হয়ে ভারত মহাসাগরে পানির নিচে বৈঠক করেন, যা জাতীয়ভাবে সম্প্রচারিত হয়েছিল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.