আগামী ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে মস্কোতে আয়োজিত অনুষ্ঠানে ইউক্রেন যদি হামলা চালায়, তাহলে কিয়েভ ১০ মে পর্যন্ত টিকে থাকবে—এ গ্যারান্টি কেউ দিতে পারবে না। এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। শনিবার নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের সঙ্গে তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন। ক্রেমলিন জানিয়েছে, এই ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি চলবে ৮ থেকে ১০ মে পর্যন্ত। এ সময় পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিভিন্ন আন্তর্জাতিক নেতাকে আমন্ত্রণ জানিয়ে বিজয় দিবস উদযাপন করবেন।
মস্কোর যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি ৩০ দিনের হলে তিনি তাতে রাজি হতে পারেন। তবে পুতিন সেই প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, তিনি কোনো সংক্ষিপ্ত বিরতি চান না, বরং একটি দীর্ঘমেয়াদি নিষ্পত্তি প্রত্যাশা করেন।
জেলেনস্কি আরও জানান, ইউক্রেন চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোয় ৯ মে অনুষ্ঠানে আসা বিদেশি অতিথিদের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না। তার ভাষায়, “রাশিয়ার ভূখণ্ডে কিছু ঘটলে তার দায় আমাদের নয়। আপনাদের অতিথিদের নিরাপত্তার দায়িত্ব আপনাদেরই।”
জেলেনস্কির এই বক্তব্যকে ‘মৌখিক উস্কানি’ বলে উল্লেখ করে মেদভেদেভ বলেন, “৯ মে যদি প্রকৃত কোনো উসকানিমূলক ঘটনা ঘটে, তাহলে কেউই নিশ্চিত করতে পারবে না যে কিয়েভ ১০ মে পর্যন্ত অস্তিত্ব ধরে রাখতে পারবে।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.