১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় শাহরুখ খানের। এরপর ১৯৯৩ সালে ‘বাজিগর’ ও ‘ডর’ সিনেমা দুটি দিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটি তাকে বলিউডের শীর্ষ তারকাদের কাতারে নিয়ে আসে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন বলিউডের বাদশাহ, যাকে সবাই ভালোবেসে ‘কিং খান’ নামে ডেকে থাকেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে শাহরুখ খানের কিছু পুরোনো ছবি, যা তার বলিউডে প্রবেশের আগের সময়কার। এই ছবিগুলো দেখে অনেকে মন্তব্য করেছেন, সেগুলো নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি। তবে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ছবিগুলো বাস্তব এবং সেগুলো তোলা হয়েছিল শাহরুখ খানের কলেজজীবনে।
এই দুষ্প্রাপ্য ছবিগুলো শেয়ার করেছেন অভিনেতা অমর তিওয়ারি। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কাভি গম’-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনিও। ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে অমর জানান, সেগুলো ১৯৯০ সালের বিভিন্ন সময়ে তোলা। তখনো শাহরুখের বলিউডে পা রাখা হয়নি।
অমর আরও জানান, “পুরোনো ছবিগুলো দেখে আমি যেন ফিরে গেলাম সেই সময়টায়। একটি ছবিতে শাহরুখের সঙ্গে আমার ছেলে মনোজও রয়েছে। তখন শাহরুখ একটি মঞ্চনাটকের দলে কাজ করত, সিনেমায় কাজ শুরু করার অনেক আগেই।” ছবিগুলো দেখে অনেক ভক্তই আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং শাহরুখের অতীত জীবন নিয়ে নতুন করে আগ্রহী হয়ে উঠেছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.