রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চলমান মামলার শুনানি আগামী মঙ্গলবার বা বুধবার (৭ বা ৮ মে) হতে পারে। রোববার (৪ মে) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দেন।
২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলেও গত বছর নভেম্বরে জামায়াতের আইনজীবীর অনুপস্থিতির কারণে আপিল বিভাগ তা খারিজ করে দেয়।
পরে আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন করে জামায়াত। গত ২২ অক্টোবর আপিল বিভাগ এ মামলা পুনরুজ্জীবিত করে শুনানির সুযোগ দেয়।
জামায়াতের পক্ষে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও অ্যাডভোকেট শিশির মনির আদালতে শুনানির জন্য মামলাটি উপস্থাপন করেন। আপিল বেঞ্চ মামলাটি আগামী সপ্তাহে শুনানির জন্য তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
গত বছর ১ আগস্ট সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করলেও ২৮ আগস্ট তা প্রত্যাহার করা হয়। তবে দলটির নিবন্ধন পুনরুদ্ধারের বিষয়টি এখনও আদালতের রায়ের উপর নির্ভরশীল।
এই মামলার রায় জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আগামী নির্বাচনে অংশগ্রহণের সম্ভাব্যতা নির্ধারণ করবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.