ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৫তম রাউন্ডে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে। শুক্রবার ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি করেন কেভিন ডি ব্রুইনে।
৩৫তম মিনিট: ডি ব্রুইনে ডকুর অ্যাসিস্টে সুন্দর গোল করে সিটিকে এগিয়ে নেন। উলভসের মিসড সুযোগ: প্রথমার্ধে জিন বেলেগার্ড ও মার্শাল মুনেতসির মতো খেলোয়াড়রা গোল করার সুযোগ হাতছাড়া করেন।
দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক লড়াই: উলভসের ম্যাথিয়াস কুনার পোস্টে শট মেরেও গোল করতে ব্যর্থ হন। সিটিও একাধিক আক্রমণ চালালে আর গোল করতে পারেনি।
এই জয়ের পর ম্যানচেস্টার সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৬৫। তবে তারা শীর্ষ পাঁচ দলের মধ্যে এক ম্যাচ বেশি খেলেছে। নিউক্যাসল (৬২ পয়েন্ট) ও চেলসি (৬০ পয়েন্ট) যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।
সিটি আগামী শনিবার (১০ মে) সাউদাম্পটনের বিপক্ষে তাদের পরবর্তী লিগ ম্যাচ খেলবে। এই জয় দিয়ে পেপ গার্দিওলার দল লিগের শীর্ষ স্থান দখলের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.