পাকিস্তান ও ভারতের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন। বৃহস্পতিবার (১ মে) লাহোরে এক উচ্চপর্যায়ের বৈঠকে পাকিস্তানে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন এই বার্তা দেন।
লাহোরে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয় পিপিপির কেন্দ্রীয় অর্থ সম্পাদক আহমাদ জাওয়াদ রানার বাসভবনে। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, কৌশলগত সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
চীনা কনসাল জেনারেল বলেন, “চীন সব পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থাকবে। তবে যুদ্ধ কোনো সমাধান নয়। পাকিস্তান ও ভারতের উচিত সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণ করে শান্তিপূর্ণ সমাধান খোঁজা।”
তিনি আরও বলেন, “চীন-পাকিস্তান সম্পর্ক শুধু কৌশলগত নয়, বরং আমাদের বন্ধুত্ব গভীর ও জনগণের স্তরেও দৃঢ়। চীনের প্রতিটি নাগরিক পাকিস্তানকে ভালোবাসে, ঠিক যেমন পাকিস্তানিরাও চীনকে সম্মান করে।”
ঝাও শিরেন জানান, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সহযোগিতা, নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার ব্যাপারে একমত হন।
বৈঠকের শেষে ঝাও বলেন, “পাকিস্তান শুধু প্রতিবেশী বা মিত্র নয়, চীনের একটি পরীক্ষিত বন্ধু। পারস্পরিক শ্রদ্ধা ও কৌশলগত সহযোগিতা—এই ভিত্তির উপরই আমাদের সম্পর্ক দাঁড়িয়ে আছে।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.