জ্ঞাত আয়ের উৎস ছাড়াই ১০ কোটি ৩৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, গাজীপুর-১ আসনের সাবেক এ সংসদ সদস্য তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১০ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ৪২৭ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়াও, তার ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের নামে থাকা তিনটি ব্যাংক হিসাবে ৮ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ১১৪ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
দুদকের পক্ষ থেকে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মোজাম্মেল হক পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যা ও সহিংসতার মামলাও রয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে প্রাপ্ত তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে তার অবস্থান অজানা থাকায় তাকে গ্রেপ্তারের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হতে পারে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.