রংপুরে এক সাংবাদিককে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় ও হুমকিপূর্ণ চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ধরা পড়ে।
হুমকির শিকার হওয়া সাংবাদিক মাহমুদুল হাসান স্থানীয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের রংপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। কুরিয়ার পার্সেলটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও রংপুরের গঙ্গাচড়া থেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে প্রেরকের তথ্য হিসেবে পীরগঞ্জের আরেক সাংবাদিকের নাম ও ফোন নম্বর ব্যবহার করা হয়েছে।
পার্সেলের ভেতর পাওয়া দুটি চিঠিতে স্পষ্ট হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রথম চিঠিতে লেখা ছিল, ‘ভাটার মালিকদের কাজই আগুন নিয়ে খেলা। তোর সময় শেষ। সুযোগমতো খতম করে দেওয়া হবে।’ অপর চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘তোর কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবার আমার পালা। ঠিক মতো খেয়ে নেব।’
মাহমুদুল হাসান জানান, ইটভাটা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সংশ্লিষ্ট একটি সংবাদ প্রকাশের পর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি বলেন, "আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। পার্সেল পাওয়ার পরই পুলিশকে জানিয়েছি। আশা করি, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"
রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ ঘটনাকে ‘সাংবাদিকতার স্বাধীনতার উপর হামলা’ আখ্যায়িত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদকও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "ভয় দেখিয়ে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেওয়া যাবে না। আমরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও শাস্তির নিশ্চয়তা চাই।"
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, "মামলার প্রাথমিক তদন্ত চলছে। হুমকিদাতাদের শনাক্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের হুমকি সাম্প্রতিক সময়ে উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় সাংবাদিক সংগঠন ও মানবাধিকার সংস্থাগুলো নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.