চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের দাবি সরাসরি অস্বীকার করেছে চীন। বাণিজ্য ও শুল্ক নিয়ে আলোচনার প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্য ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৮ এপ্রিল) এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক প্রেস কনফারেন্সে জানান, “চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে কোনো আলোচনা বা পরামর্শ চলছে না।” তিনি আরও বলেন, “আমার জানা অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দুই প্রেসিডেন্টের মধ্যে কোনো ফোনালাপ হয়নি।”
চীনের এই কঠোর অবস্থান এসেছে এমন এক সময়, যখন ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করেছে, যা যুক্তরাষ্ট্রে চীনা রপ্তানির ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।
সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন, শি জিনপিং তাকে ফোন করে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে চীন তা সরাসরি অস্বীকার করায় আন্তর্জাতিক পর্যায়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স বলেন, “প্রতিদিনই আমাদের চীনের সঙ্গে কথাবার্তা হচ্ছে।” তবে চীনের মুখপাত্র বলছেন, এ ধরনের কোনও যোগাযোগ হয়নি।
বিশ্লেষকদের মতে, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ গভীর হলে যুক্তরাষ্ট্রে মূল্যবৃদ্ধি, পণ্যের ঘাটতি এবং খুচরা বাজারে অচলাবস্থার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ী মহলও উদ্বিগ্ন। অথচ ট্রাম্প প্রশাসনের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “আমরা ভালো অবস্থানে আছি। চীন এসব শুল্ক সহ্য করতে পারবে না।”
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, তারা আলোচনায় আগ্রহী, তবে তার আগে যুক্তরাষ্ট্রকে সব একতরফা শুল্ক প্রত্যাহার করতে হবে। বেইজিংয়ের মতে, আসল সমাধানের পথ হলো পারস্পরিক সম্মান ও সমতা—শর্তসাপেক্ষ আলোচনায় নয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.