মাত্র ২৩ বছর বয়সেই অভিনয়ে যেমন জনপ্রিয়তা, তেমনি সমাজসেবায়ও নজির স্থাপন করছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। এবার তৃতীয় সন্তানের খবর জানিয়ে আবারও ভক্তদের চমকে দিলেন ‘পুষ্পা ২’ খ্যাত এই তারকা। তবে গর্ভধারণ নয়, বরং দত্তক নিয়েই এই মা হওয়ার গল্প।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কন্যাশিশুর সঙ্গে ছবি শেয়ার করে শ্রীলীলা লিখেছেন, ‘ঘরে আরও একজন নতুন অতিথি, আমার হৃদয়ে তোমাকে স্বাগত।’ এরপর থেকেই তাকে অভিনন্দন জানাতে থাকেন সহকর্মী ও অনুরাগীরা।
এর আগেও ২০২২ সালে একটি অনাথ আশ্রম থেকে গুরু এবং শোভিতা নামে দুটি বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুকে দত্তক নেন তিনি। শিশুদের উন্নত জীবন নিশ্চিত করতে বিয়ের আগেই এমন সিদ্ধান্ত নেন বলে জানিয়েছিলেন শ্রীলীলা। তবে সদ্য দত্তক নেওয়া এই কন্যাশিশু বিশেষ চাহিদাসম্পন্ন কি না, তা জানা যায়নি।
শ্রীলীলার ব্যক্তিগত জীবনও চলচ্চিত্রের মতোই নাটকীয়। তিনি বেঙ্গালুরুর বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. স্বর্ণলতার মেয়ে। শোনা যায়, শিল্পপতি সুরপানেনি শুভকর রাওয়ের সঙ্গে মায়ের বিচ্ছেদের পর তার জন্ম। যদিও পরে উভয়েই সেই সম্পর্ক অস্বীকার করেন।
এদিকে, বলিউড অভিনেতা কার্তিকের সঙ্গে শ্রীলীলার সম্পর্ক নিয়েও শোবিজ দুনিয়ায় গুঞ্জন রয়েছে। তবে এসব নিয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি এই অভিনেত্রী।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.