দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিন মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার আদালতে আত্মসমর্পণ করেছেন।
তিনি ঢাকার দুটি বিশেষ জজ আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করেন। তার আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এসব মামলায় জামিনের জন্য আবেদন করবেন। দুদকের করা মামলাগুলোতে তিনি আগেই দণ্ডপ্রাপ্ত হন।
দুদকের মামলায় অভিযোগ রয়েছে, শাহরিন ইসলাম চৌধুরী তুহিন অবৈধ পন্থায় সম্পদ অর্জন এবং কর ফাঁকি দিয়েছেন। আদালতে আত্মসমর্পণের পর তার আইনী লড়াই কীভাবে এগোয়, তা এখন দেখার বিষয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.