গত বছর গুঞ্জন ছড়িয়েছিল বিবাহ বিচ্ছেদ হয়েছে মডেল ও অভিনেত্রী রাতাশ্রী দত্তর। তবে কে ছড়িয়েছিল, কীভাবে ছড়িয়েছিল? সে সব কিছুই জানেন না। বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়লে বিপাকেই পড়েছিলেন অভিনেত্রী। সেই গুঞ্জনের মাশুল চলতি মাস পর্যন্ত গুনতে হয়েছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এমন তথ্যই জানিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এখন কারও বিচ্ছেদের কথা প্রকাশ্যে এলে আপনজনেরা সান্ত্বনা দেন, ‘এসব তো এখন ঘরে ঘরে হচ্ছে।’সান্ত্বনা বাক্য শুধুই পুরুষদের জন্য ঠিক আছে কিন্তু মেয়েদের ক্ষেত্রে নিজের পরিবারও জবাবদিহিতা শুরু করে দেয়।’
অভিনেত্রী যোগ করেন, ‘আমার বিচ্ছেদ হয়নি, শুধুমাত্রা বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল। তাতেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। গত বছর থেকে আমার মা অসুস্থ। তাই বাধ্য হয়ে গত বছর থেকে মায়ের কাছে থাকি। স্বাভাবিক ভাবেই স্বামীর সঙ্গে থাকতে পারছি না। এসব দেখেই বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়!’
অভিনেত্রী রাতাশ্রী দত্ত গ্রামের মেয়ে। গ্রামের মেয়েদের বিচ্ছেদের গুঞ্জন উঠলে মায়ের দিকে হাজারটা প্রশ্ন ধেয়ে আসে। বিবাহবিচ্ছিন্ন হলে দুনিয়ার কথা হবে, তবে কাজের কথা কেউ বলে না। মেয়েদের সৌন্দার্য থাকলে তো কথাই নেই। রূপ তো নয়, যেন অভিশাপ। বিয়ে হলে বিনোদন দুনিয়ায় জনপ্রিয়তায় ভাটা পড়ে। মেয়েদের সব কিছুতেই জ্বালা।
কোনো নারীর বিচ্ছেদ হলে বন্ধু-বান্ধবরাও তার পাশে দাঁড়াবে না। বরং ওই মেয়েকে দেখলে বিদ্রুপ মন্তব্যে করে ক্ষত স্থানে আরও ক্ষত তৈরি করেন। অভিনেত্রীর ভাষ্য, ‘একটি মেয়ের কাছে বিচ্ছেদ যে কী যন্ত্রণার, সেই একমাত্র জানে। ধরুন, আপনার খুব মন খারাপ। আপনি তো খুব কাছের কাউকে বিশ্বাস করে বলবেন? আধ ঘণ্টার মধ্যে দেখবেন, আপনার সেই কথা চায়ের সঙ্গে চানাচুর হয়ে গেছে! আপনার কথা সকলের মুখে মুখে। এ জন্যই মেয়েরা সহজে নিজের অবস্থার কথা কাউকে বলতে চায় না।’
অভনেত্রীর বিচ্ছেদের খবর প্রায় সবাই জানেন। এরইমধ্যে যখন আরজি কর-কাণ্ডের প্রতিবাদী মিছিল অংশ নিয়েছেন তখন অনেকেই অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।
তিনি বলেন, ’বাড়িতে মা অসুস্থ। জলের মতো টাকা খরচ হচ্ছে। এরইমধ্যে এক মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ জানাতে সকলের সঙ্গে পথে নেমেছিলাম। বিচ্ছেদের গুঞ্জন ছড়াতেই দেখি, অনেকে আমাকে বিয়ে করতে উদগ্রীব। আমার দিনগুলো কীভাবে কাটছে, কারও তা নিয়ে মাথাব্যথা নেই। বাধ্য হয়ে একটা সময়ের পরে সেখান থেকে বাড়ি চলে আসি।
সবশেষ অভিনেত্রী রাতাশ্রী দত্ত জানান, এখন মা-বোন, স্বামী এ নিয়ে তার জীবন। অভিনেত্রীর চারপাশে ভরসা করার মতো আর কেউ নেই। কোনো বন্ধুও নেই। তাতে কোনো দুঃখ নেই অভিনেত্রীর। তিনি খুব ভালো আছেন বলেই জানিয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.