হোয়াটসঅ্যাপ তাদের আসন্ন আপডেটে ভয়েস রেকর্ডিং ব্যবস্থায় পরিবর্তন আনছে। এবার ব্যবহারকারীরা মাত্র এক ট্যাপেই ভয়েস বার্তা রেকর্ড করতে পারবেন।
✅ এক ট্যাপে রেকর্ডিং শুরু: নতুন আপডেটে ব্যবহারকারীদের আর মাইক্রোফোন বোতাম ধরে রাখার প্রয়োজন হবে না। একবার ট্যাপ করলেই রেকর্ডিং চালু হয়ে যাবে।
✅ আগের দুটি পদ্ধতি একীভূত: আগে যেখানে ছোট রেকর্ডিংয়ের জন্য বোতাম ধরে রাখতে হতো এবং বড় রেকর্ডিংয়ের জন্য ‘লক’ মোড চালু করতে হতো, এখন এই দুটি পদ্ধতিই একটিতে মিলিয়ে দেওয়া হয়েছে।
এই ফিচারটি আপাতত iOS ব্যবহারকারীদের জন্য বেটা টেস্টিংয়ে চালু হয়েছে।
যারা TestFlight অ্যাপে iOS 25.13.10.70 সংস্করণের হোয়াটসঅ্যাপ বিটা ব্যবহার করছেন, তারাই প্রথমে এই ফিচারটি পরীক্ষা করতে পারছেন।
১. মাইক্রোফোন আইকন ধরে রাখলে অল্প সময়ের রেকর্ডিং হতো এবং স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হতো।
২. লং রেকর্ডিংয়ের জন্য মাইক্রোফোন বাটন ধরে আঙুল ওপরের দিকে সরিয়ে ‘লক মোড’ চালু করতে হতো।
ভয়েস বার্তা পাঠানো হবে আরও দ্রুত ও সহজে।
হাতের চাপ ছাড়াই দীর্ঘ সময় ধরে কথা বলা যাবে।
ব্যবহারকারীদের অভিজ্ঞতা হবে আরও মসৃণ ও ঝামেলামুক্ত।
তথ্যসূত্র: জিও নিউজ
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.