
ভিয়েতনাম থেকে আমদানি করা আরও ২০ হাজার মেট্রিক টন চাল সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশে এসে পৌঁছেছে। চালগুলো আমদানি করেছে খাদ্য অধিদফতর।
খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জিটুজি (সরকারে সরকার) চুক্তির আওতায় এই চাল আমদানি করা হয়েছে।
ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিল, যার পুরো চালান ইতিমধ্যে দেশে পৌঁছেছে।
এমভি থাই বিন ০৯ নামের জাহাজে করে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম শুরু করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.