শনিবার ইরানের বান্দার আব্বাসের কাছে অবস্থিত কৌশলগত শাহিদ রাজাঈ বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত ও ৮০০ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় দুপুরের আগে রাসায়নিক ও বিপজ্জনক পদার্থ সংরক্ষণ গুদামে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর একের পর এক ছোট বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড রবিবার পর্যন্ত চলতে থাকে।
শাহিদ রাজাঈ বন্দরের গুরুত্ব
এই বন্দর হরমুজ প্রণালীর উত্তরে অবস্থিত ইরানের সবচেয়ে বড় এবং ব্যস্ততম বাণিজ্যিক বন্দর। এখানে ইরানের মোট বাণিজ্যের প্রায় ৫০% এবং কনটেইনার পরিবহনের ৮৫-৯০% পরিচালিত হয়। পাশাপাশি, এটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অংশ এবং ইরানি নৌবাহিনীর প্রধান ঘাঁটিরও সন্নিকটে।
ক্ষয়ক্ষতি ও সতর্কতা
বিস্ফোরণের পর বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার ও মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ন্যাশনাল ইরানিয়ান অয়েল প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, বন্দরের তেল স্থাপনাগুলো স্বাভাবিকভাবেই চালু রয়েছে এবং বিস্ফোরণের সঙ্গে তাদের কোনো স্থাপনার সম্পৃক্ততা নেই।
কারণ এখনো অজানা
বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে অতীতে, ২০২০ সালে একই বন্দরে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছিল, যার পেছনে ইসরাইলি অপারেটিভদের হাত থাকার অভিযোগ উঠেছিল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.