নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার বিষয়ে বৈঠকের আয়োজন করেছে। আগামী বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে দশটায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, কক্সবাজার জেলার সকল ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা যাচাই করে রোহিঙ্গা শরণার্থীদের নাম থাকলে তা বাদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রক্রিয়া হাইকোর্টের রিট পিটিশন নং ৪৬১৫/২০২৪-এর আদেশ অনুযায়ী বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, রোহিঙ্গারা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ায় ২০১৯ সালে নির্বাচন কমিশন চট্টগ্রাম বিভাগের ৩২টি উপজেলাকে বিশেষ এলাকা ঘোষণা করে। এসব এলাকায় ভোটার নিবন্ধনের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি যাচাই-বাছাই করে সুপারিশ করার পরই ভোটার তালিকা প্রস্তুত করা হয়।
এই বৈঠকে কক্সবাজারের ভোটার তালিকা পর্যালোচনা করে রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার জন্য চূড়ান্ত কর্মপন্থা নির্ধারণ করা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.