বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ধীরে ধীরে নিজের আলাদা পরিচয় গড়ছেন। অভিনয়ের জগতে পা না রাখলেও ক্যামেরার পেছনে চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ শুরু করছেন তিনি। পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও নিজের অবস্থান শক্ত করছেন আরিয়ান।
শনিবার (২৬ এপ্রিল) কলকাতার ইডেন গার্ডেনে আইপিএলের ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের। সেই উপলক্ষেই কলকাতায় আসেন আরিয়ান। তবে শুধু খেলা দেখতে নয়, কলকাতার আইটিসি সোনার বাংলায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নিজের নতুন ব্র্যান্ডের পণ্য লঞ্চ করেন তিনি।
শাহরুখ খানের মতো অভিনয় নয়, বরং ব্যবসার দিকেই ঝুঁকেছেন আরিয়ান। বছরখানেক আগে দুবাইতে নিজস্ব পানীয়ের ব্র্যান্ড চালু করেছিলেন তিনি। সেই সময় বাবার উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এবার সেই ব্র্যান্ডের নতুন পণ্য বাজারে এনেছেন আরিয়ান।
অনুষ্ঠানে আরিয়ানের পাশে ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা—অনন্যা পান্ডে, সুহানা খান, সানায়া কাপুর এবং বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এছাড়াও কলকাতা নাইট রাইডার্স দলের কিছু খেলোয়াড় ও কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
:
আরিয়ান খান এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি খুব শিগগিরই পরিচালক হিসেবে নিজের প্রথম ওয়েব সিরিজ পরিচালনা করবেন। এর মাধ্যমে তিনি বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করতে চান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.