বর্তমানে মোবাইল, ট্যাব ও টিভির অতিরিক্ত ব্যবহারের ফলে শিশুদের মধ্যে মায়োপিয়া বা দূরের জিনিস ঝাপসা দেখা সমস্যা বাড়ছে। এতদিন এর সমাধান ছিল মূলত চশমা পরে থাকা। তবে এবার সেই ঝামেলা কাটাতে দেশের বাজারে আসছে নতুন এক আই ড্রপ।
নতুন এই আই ড্রপ তৈরি করেছে এনটড ফার্মাসিউটিক্যালস। সংস্থার দাবি, এটি চোখে প্রয়োগ করলে মায়োপিয়ার ঝুঁকি কমবে এবং শিশুরা দূরের জিনিসও পরিষ্কার দেখতে পারবে।
আই ড্রপটি বিশেষভাবে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য তৈরি হয়েছে।
চোখে দিলে এটি দৃষ্টিশক্তির অবনতির গতি কমিয়ে দেবে।
মায়োপিয়ার লক্ষণ যেমন চোখে ব্যথা, পানি পড়া, ব্ল্যাকবোর্ডের লেখা পড়তে অসুবিধা — এগুলো কমাতে সাহায্য করবে।
ওষুধটির কার্যকারিতা তিন ধাপের ট্রায়ালের মাধ্যমে পরীক্ষিত হয়েছে।
এখনো পর্যন্ত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া (side effect) দেখা যায়নি।
ভারতের কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা এই আই ড্রপ ব্যবহারের অনুমতি দিয়েছে।
খুব শিগগিরই এটি দেশের বাজারে পাওয়া যাবে।
মায়োপিয়ার লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিয়ে আই ড্রপ ব্যবহার করতে হবে।
নিজে থেকে আই ড্রপ দেওয়া যাবে না।
অতিরিক্ত স্ক্রিন টাইম (মোবাইল, ট্যাব, টিভি)
কম আলোয় মোবাইল ব্যবহার
সূর্যের আলোয় কম সময় থাকা
গবেষণায় বলা হয়েছে, সূর্যের আলোয় বেশিক্ষণ সময় কাটালে রেটিনায় ডোপামিন নামের এক ধরনের যৌগের ক্ষরণ বাড়ে, যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।
শিশুদের জন্য স্ক্রিন টাইম সীমিত করতে হবে।
প্রাকৃতিক আলোতে বেশি সময় কাটানো জরুরি।
চোখের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.