যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিলেই মায়েদের ৫ হাজার ডলার, অর্থাৎ প্রায় ৬ লাখ টাকা বোনাস দেওয়ার প্রস্তাবনা এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে। জন্মহার বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। ট্রাম্প এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “আমার কাছে এটি একটি ভালো ধারণা বলে মনে হচ্ছে। মায়েদের জন্য এটি একটি শুভ সংবাদ।”
সরকার প্রদত্ত এই প্রণোদনা 'শিশু বোনাস' হিসেবে পরিচিত হবে এবং এটি সরকারিভাবে মায়েদের সহায়তার একটি অংশ হবে। যদিও ট্রাম্প স্পষ্ট করেননি যে, অবৈধ অভিবাসী বা কাগজপত্রহীন মায়েরা এ সুবিধার আওতায় আসবেন কি না।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কাছে আরও কিছু প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে—চাইল্ড ট্যাক্স ক্রেডিট সম্প্রসারণ, শিক্ষার জন্য মাসিক অর্থায়ন, এবং বিবাহিত ও সন্তানধারী ব্যক্তিদের জন্য ফেডারেল প্রোগ্রামগুলিতে বিশেষ সুবিধা। এমনকি ছয় বা ততোধিক সন্তান জন্ম দিলে মায়েদের ‘ন্যাশনাল মেডেল অব মাদারহুড’ পদক দেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে।
সিডিসির (CDC) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এশিয়ান (ভারত ব্যতীত) ও হিস্পানিক নারীদের মধ্যে জন্মহার বেশি হলেও কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ এবং আমেরিকান আদিবাসী নারীদের মধ্যে জন্মহার হ্রাস পাচ্ছে। বিশেষত হোয়াইট আমেরিকানদের মধ্যে সন্তান না নেওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় রিপাবলিকান রাজনীতিকরা বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছেন এবং প্রণোদনার পক্ষে অবস্থান নিচ্ছেন।
এই উদ্যোগে সমর্থন জানিয়ে, গত মাসে ১৪ সন্তানের জনক ও ট্রাম্পের বন্ধু ইলন মাস্ক ফক্স নিউজকে বলেন, “জন্ম নিয়ন্ত্রণের ফলে মানবতা ধ্বংসের দিকে যাচ্ছে।” একইভাবে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত জানুয়ারিতে ‘মার্চ ফর লাইফ’-এর একটি সমাবেশে বলেন, “আমি আরও শিশু চাই। সন্তান ধারণ করা আমেরিকানদের দায়িত্ব। আমি খুব সহজভাবে বলছি—আমেরিকায় আরও শিশু প্রয়োজন।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.