রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে টেলিফোনে আলোচনা করেছেন সম্প্রতি কাশ্মীরে সংঘটিত সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই আলোচনায় দু'নেতাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
পুতিন হামলায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাশিয়া-ভারত সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি।
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, "এই আলোচনায় উভয় নেতাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত হাতে মোকাবিলা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।" রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "এই হামলা শুধুমাত্র ভারতের জন্যই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও একটি গুরুতর চ্যালেঞ্জ।
গত সপ্তাহে কাশ্মীরের একটি পর্যটন এলাকায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৯ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জাইশ-ই-মোহাম্মদ। ঘটনার পর থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে একের পর এক নিন্দা জানানো হচ্ছে।
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই টেলিফোনিক আলোচনা রাশিয়া-ভারত নিরাপত্তা সহযোগিতাকে আরও জোরদার করবে। আগামী মাসে অনুষ্ঠেয় SCO শীর্ষ সম্মেলনে এই ইস্যুটি আরও গভীরভাবে আলোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.