ভারতের কাশ্মীরে পর্যটকদের উপর সংঘটিত নৃশংস সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত ও ১৭ জন আহত হওয়ার ঘটনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে তিনি এই হামলাকে "মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ" আখ্যায়িত করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ড. ইউনূস তার বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং বিশ্ব শান্তি রক্ষায় সকল দেশের সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, এই হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যেই নিন্দা ও সমবেদনা জানাতে শুরু করেছে। বাংলাদেশের এই অবস্থান আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি রক্ষায় দেশটির প্রতিশ্রুতিরই প্রতিফলন বলে বিশ্লেষকরা মনে করছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.