
তুরস্ক ও পাকিস্তান প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে সম্মত হয়েছে। আঙ্কারায় অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘোষণা দেন।
প্রেসিডেন্ট এরদোগান পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে 'মজবুত বন্ধুত্বের প্রতীক' হিসেবে বর্ণনা করে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি যৌথ প্রতিরক্ষা প্রকল্প শুরুর আগ্রহ প্রকাশ করেন এবং তথ্যপ্রযুক্তি, জ্বালানি ও খনিজ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মত দেন।
উভয় নেতা ফিলিস্তিনের স্বাধীনতা প্রশ্নে অভিন্ন অবস্থান গ্রহণ করেন এবং গাজায় চলমান সহিংসতার তীব্র নিন্দা জানান। তারা যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শাহবাজ দ্বিপাক্ষিক বিনিয়োগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তার মতো উদীয়মান প্রযুক্তিতে যৌথ উদ্যোগের ওপর জোর দেন। তিনি ২০২২ সালের বন্যায় তুরস্কের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এরদোগানকে 'দূরদর্শী নেতা' বলে অভিহিত করেন।
দুই নেতা ২০২৫ সালে ইসলামাবাদে অনুষ্ঠেয় হাই-লেভেল স্ট্র্যাটেজিক কো-অপারেশন কাউন্সিল (এইচএলএসসিসি)-এর সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.