বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গত রোববার নিউ ইয়র্কে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, "দুর্নীতির মাধ্যমে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। এই অর্থ ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি, আর এ ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
গভর্নর প্রবাসীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে পাচারকৃত অর্থ ফেরাতে সরকারের বিভিন্ন উদ্যোগে সহায়তা করার অনুরোধ জানান। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.