প্রতিশোধ নেওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো পারফরম্যান্সের মাধ্যমে জবাব দেওয়া। কে.এল. রাহুল সেটাই করলেন। গত মৌসুমে তিনি ছিলেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক, কিন্তু দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন মিডিয়ায় বেশ আলোচিত হয়েছিল। এবার দল বদলে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন রাহুল, আর নতুন জার্সিতে দারুণ ফর্মে আছেন।
আর এই ফর্মের জোয়ারেই তিনি আইপিএলের ইতিহাসে নিজের নাম লেখালেন—সাবেক দল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষেই। সঞ্জীব গোয়েঙ্কা হয়তো স্ট্যান্ড থেকে দেখে আফসোস করছিলেন, কারণ তার সাবেক অধিনায়কই আজ নতুন রেকর্ড গড়ে দিল্লিকে জয় এনে দিলেন।
লখনৌ তাদের ইনিংসে এইডেন মার্করাম ও মিচেল মার্শের সাহায্যে ২০ ওভারে ১৫৯ রান তুলেছিল। জবাবে দিল্লির পক্ষে অভিষেক পোড়েলের অর্ধশতক (৫১) এবং রাহুলের ৫৭ রানের ইনিংসটি দলকে ৮ উইকেটে জয় এনে দেয়। কিন্তু এই ম্যাচের আসল হাইলাইট ছিল রাহুলের ব্যক্তিগত মাইলফলক—আইপিএলের ইতিহাসে দ্রুততম ৫,০০০ রান করার রেকর্ড।
মাত্র ১৩০ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করে রাহুল অস্ট্রেলিয়ার স্টার ডেভিড ওয়ার্নারকে (১৩৫ ইনিংস) পেছনে ফেলেছেন। আইপিএলের ১৬ বছরের ইতিহাসে ১৫০ ইনিংসের আগে এই রেকর্ড গড়া কোনো ব্যাটসম্যানের পক্ষেই সম্ভব হয়নি। রাহুলের এই অর্জন তাকে আইপিএলের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে আরও একবার প্রমাণ করল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.