ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বর্তমান প্রজন্মের সাথে সংঘাতে জড়িয়ে শেখ হাসিনার পুনরায় ক্ষমতায় ফেরা কোনোভাবেই সম্ভব নয়। মঙ্গলবার (২৩ এপ্রিল) রংপুরের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম বলেন গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পলায়ন প্রমাণ করে, তার স্বৈরাচারী শাসন ব্যবস্থা জনগণের কাছে সম্পূর্ণভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে।যে নেত্রী নিজেদের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে পালিয়ে যায়, তার পক্ষে আবার মাথা তুলে দাঁড়ানো অসম্ভব।আওয়ামী লীগের হত্যা, নির্যাতন ও ফ্যাসিবাদী কর্মকাণ্ড বাংলাদেশকে নরকে পরিণত করেছে।
জুলাই আন্দোলন সংক্রান্ত মামলা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারকে অবশ্যই এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। বিপ্লব বা গণঅভ্যুত্থান কখনো প্রচলিত নিয়মকানুন মেনে হয় না।"
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতির বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, "এ ধরনের মন্তব্য গভীর বিশ্লেষণের দাবি রাখে। তবে সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষমা চেয়েছেন বলে আমরা বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছি।"
রংপুরের উন্নয়ন বৈষম্য দূরীকরণের বিষয়ে ছাত্রশিবির সভাপতি বলেন, "বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ সরকারকে এই অঞ্চলের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে বিশেষ মনোযোগ দিতে হবে। ছাত্রশিবির তার সাংগঠনিক সক্ষমতার মধ্যে থেকে এ বিষয়ে কাজ করবে।"
তিন দিনের রংপুর সফরে জাহিদুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এই সফরে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং ক্যারিয়ার বিষয়ক সেমিনারে অংশ নেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.