ধানমন্ডি এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ফলে এলাকার শান্তি বিনষ্ট হয়।
সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের সিটি কলেজের সামনে উত্তেজনা শুরু হয়। ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজের দিকে এগিয়ে গেলে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয় এবং ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সিটি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে।
পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যান এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যান।
গত কয়েক বছর ধরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছে। সামান্য ঘটনাকে কেন্দ্র করে বারবার সংঘর্ষের মতো ঘটনা ঘটে। তবে এবারের ঘটনায় আহত বা গ্রেফতারের কোনো খবর এখনো নিশ্চিত হয়নি।
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের এই বিরোধ যদি শান্তিপূর্ণভাবে মীমাংসা না হয়, তবে ভবিষ্যতে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটতে পারে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.