বলিউডে যেন এক নতুন ট্রেন্ড শুরু হয়েছে—তারকারা একে একে নিজেদের বাসা ছেড়ে চলে যাচ্ছেন। বছর শুরুর দিকে শাহরুখ খান ছেড়েছেন তার আইকনিক বাড়ি 'মান্নাত', এবার সেই তালিকায় নাম লেখালেন আমির খান।
গত জানুয়ারিতে শাহরুখ খান জানান, তার বাড়ি মান্নাত-এ বড়সড় সংস্কার কাজ চলছে। তাই আপাতত দুই বছরের জন্য ভাড়া বাড়িতে উঠেছেন। যদিও অনেকে মনে করছেন, সাইফ আলি খানের বাড়িতে হামলার ঘটনার পরেই শাহরুখ এমন সিদ্ধান্ত নেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আমির খানও তার বান্দ্রার বাসা ছেড়ে অন্যত্র যাচ্ছেন। তবে তার সিদ্ধান্তের পেছনের কারণ একেবারেই বাস্তবধর্মী—এই বাড়িটির জায়গায় তৈরি হচ্ছে একটি বহুতল বিলাসবহুল আবাসন।
এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ভার্গো কো-অপারেটিভ হাউসিং সোসাইটি। আমিরের বর্তমান ভবন ভেঙে নতুন আবাসন গড়ে উঠবে, যেখানে থাকবে সমুদ্র-দৃশ্যমান ফ্ল্যাট, দাম প্রতি স্কয়ার ফিট ১ লাখ টাকার আশপাশে। বোঝাই যাচ্ছে, কয়েকশো কোটি টাকার প্রকল্প এটি।
এই প্রশ্নই এখন সবার মুখে। যদিও এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি, আমির আপাতত কোথায় যাচ্ছেন। তবে তিনি ওই এলাকাতেই আরও একাধিক ফ্ল্যাটের মালিক, তাই সম্ভবত নিজেরই অন্য কোনো ফ্ল্যাটে উঠে যাবেন। রিয়েল এস্টেট কোম্পানিটি অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করে দিচ্ছে বাসিন্দাদের জন্য।
নতুন প্রকল্প শেষ হলে, আগামী বছরের মধ্যেই পুরোনো জায়গায় ফিরতে পারেন আমির। তার নতুন ‘ড্রিম অ্যাপার্টমেন্ট’ যে ততদিনে রেডি হবে, তা বলাই যায়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.