প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানা এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সামগ্রিক সেবা প্রদানে বাংলাদেশ দূতাবাস, বাহরাইন প্রতি মাসের শেষ শুক্রবার গণশুনানি আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ দূতাবাস বাহরাইন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দূতাবাস জানায়, বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস, বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হওয়া ও তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিমিত্ত এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা বজায় রাখা তথা পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান বৃদ্ধি ও জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে প্রতি মাসের শেষ শুক্রবার গণশুনানি আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার গণশুনানিতে উপস্থিত থাকবেন।
এর পরিপ্রেক্ষিতে এপ্রিল মাসের গণশুনানি আগামী ২৫ এপ্রিল বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দূতাবাসের হল রুমে অনুষ্ঠিত হবে। ওই গণশুনানি সবার জন্য উন্মুক্ত এবং যে কোনো আগ্রহী ব্যক্তি ওই গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.