সংবিধান সংস্কার নিয়ে অসমাপ্ত আলোচনা শেষ করতে মঙ্গলবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে আবারও বৈঠকে বসেছে বিএনপি। গত ২০ এপ্রিল দ্বিতীয় দফার আলোচনা শেষেও ইস্যুগুলোতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো না যাওয়ায় তৃতীয় দফার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে দলের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আবু মো. মনিরুজ্জামান খান। অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিশনের সদস্যবৃন্দ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
গত বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদসীমা (এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন) সংক্রান্ত প্রস্তাবসহ বেশ কিছু ইস্যুতে ঐকমত্য প্রতিষ্ঠিত না হওয়ায় আজকের আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিএনপি আগেই সংবিধানে মৌলিক পরিবর্তনের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করলেও ক্ষমতাসীন দলের সঙ্গে সমঝোতা তৈরিই এখন মূল চ্যালেঞ্জ।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার সুপারিশগুলো বাস্তবায়নে ৩৯টি দলের মতামত নেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৩৪টি দল তাদের লিখিত প্রতিক্রিয়া জানিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি-আওয়ামী লীগসহ প্রধান দলগুলোর মধ্যে সংবিধান সংশোধন নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব হলে দেশের রাজনৈতিক সংকট নিরসনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে আলোচনার গতি ও ফলাফল এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.