যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের এফ-১ ভিসা বাতিলের ঘটনায় দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং অন্যান্য অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি করেছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ), শিক্ষার্থীদের পক্ষ নিয়ে। এটি দায়ের করা হয়েছে নিউ হ্যাম্পশায়ারের মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টে।
এসিএলইউর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ট্রাম্প প্রশাসন একতরফাভাবে হাজার হাজার শিক্ষার্থীর এফ-১ ভিসা বাতিল করেছে। এতে শুধু তাদের ভিসা বা শিক্ষার্থী হিসেবে বৈধ অবস্থানই প্রশ্নবিদ্ধ হয়নি, বরং শিক্ষার্থীরা মারাত্মক আর্থিক ও শিক্ষাগত সমস্যায়ও পড়েছেন। আদালতের দৃষ্টিতে আনা হয়েছে যে, সরকারের এমন সিদ্ধান্তের আগে উপযুক্ত কোনো নোটিশ দেওয়া হয়নি।
এই মামলার আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন:
চীনা নাগরিক: হাংরুই ঝাং ও হাওয়াং আন
ভারতীয় নাগরিক: লিংকিত বাবু গোরেলা, থানুজ কুমার গুম্মাডাভেলি ও মানিকান্ত পাসুলা
হাংরুই ঝাং-এর এফ-১ ভিসা বাতিল হওয়ায় তার গবেষণা সহকারির পদ বাতিল হয়ে গেছে। হাওয়াং আন প্রায় ৩.২৫ লাখ ডলার খরচ করেও তার ডিগ্রি অর্জন করতে পারছেন না। অন্যদিকে গোরেলা, গুম্মাডাভেলি এবং পাসুলা— এদের ডিগ্রি সম্পন্ন করতে বা অতিরিক্ত প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নিতে বৈধ ভিসার অভাবে বাধার মুখে পড়তে হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতির ফলে আন্তর্জাতিক শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষা-সংক্রান্ত অধিকার রক্ষাকারী সংগঠনগুলোর মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। চীন ও ভারত থেকে আসা শিক্ষার্থীরাই যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ছাত্র জনসংখ্যার একটি বড় অংশ।
অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, মার্চ মাসের শেষদিক থেকে এক হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বা আইনি মর্যাদা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্কুল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং প্রাপ্ত চিঠিপত্র পর্যালোচনা করে এই তথ্য উঠে এসেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.