চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহেই একটি চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই চুক্তি কোন শর্তে হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২১ এপ্রিল) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে বলেন, "যদি দুই দেশ একটি চুক্তিতে পৌঁছাতে পারে, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের ব্যবসা করতে পারবে—যা থেকে বিশাল অঙ্কের মুনাফা অর্জন সম্ভব। বর্তমানে যুক্তরাষ্ট্র উন্নতির পথে রয়েছে।"
চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন ট্রাম্প। ওয়াশিংটন দুই দেশের সঙ্গেই নিয়মিতভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে সমঝোতার পথ খুঁজে বের করার জন্য।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করে। সেই থেকে যুদ্ধ চলমান রয়েছে। ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছেন, কিয়েভ ও মস্কোকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর জন্য উৎসাহিত করতে হবে।
এরপর গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, ইস্টার উপলক্ষে একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতির আয়োজন করা হবে। তবে যুদ্ধবিরতির পর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে।
তিন বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে উভয় পক্ষই ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির সম্মুখীন হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.