ঢাকা, ২১ এপ্রিল ২০২৫ – শ্রমবিষয়ক সংস্কার কমিশন আজ তাদের খসড়া প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। সোমবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ প্রতিবেদন হস্তান্তর করা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, প্রতিবেদনে শ্রমখাতে ব্যাপক সংস্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কর্মক্ষেত্রে শ্রেণি বৈষম্য দূর করে সম্মানজনক সম্বোধন চালুর প্রস্তাবটি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, "শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে। তবে কর্মপরিবেশে 'তুই-তুমি' সম্বোধন বন্ধ করে সম্মানসূচক ভাষা চালুর প্রস্তাবটি আমার বিশেষভাবে প্রিয় হয়েছে।"
উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদের নেতৃত্বে গত নভেম্বরে এই কমিশন গঠন করা হয়। মূলত ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সময়সীমা কয়েকবার বাড়ানো হয়। দীর্ঘ প্রস্তুতির পর আজ কমিশন তাদের সুপারিশসমূহ উপস্থাপন করে।
এখন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রতিবেদন চূড়ান্ত করা হবে এবং তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে প্রেরণ করা হতে পারে। শ্রম আইন ও কর্মপরিবেশের উন্নয়নে এই সুপারিশ কতটা কার্যকর ভূমিকা রাখে, তা নির্ভর করবে সরকারি সিদ্ধান্ত ও বাস্তবায়নের গতির উপর।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.