ইরানের চিকিৎসাবিজ্ঞান আবারও এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। রাজধানী তেহরানের বাকিয়াতুল্লাহ হাসপাতালে এবার অত্যাধুনিক অ্যাঞ্জিওগ্রাফি প্রযুক্তির মাধ্যমে মস্তিষ্কের রক্তনালীর ব্লকেজের চিকিৎসা করা হচ্ছে—সবই ওপেন সার্জারি বা মাথার খুলি কাটা ছাড়াই। এই পদ্ধতিকে মস্তিষ্কের জটিল সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য বিপ্লবাত্মক ও নিরাপদ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এই প্রযুক্তি ব্যবহার করে অ্যানেস্থেসিয়া ছাড়াই বা বড় কোনো অস্ত্রোপচারের প্রয়োজন ছাড়াই মস্তিষ্কের রক্তনালীর বাধা দূর করা সম্ভব। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই রক্তনালীর জটিলতায় ভোগেন, যার জন্য সাধারণত ঝুঁকিপূর্ণ ও জটিল অস্ত্রোপচারের দরকার পড়ে। কিন্তু বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা বা অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার কারণে অনেক রোগীই এই ধরনের সার্জারি করতে পারেন না।
বাকিয়াতুল্লাহ হাসপাতালের আধুনিকায়ন করা অ্যাঞ্জিওগ্রাফি প্রযুক্তি এই চ্যালেঞ্জের সমাধান এনেছে। এটি মস্তিষ্কের রক্তনালীতে ব্লকেজ শনাক্ত করে তা মাইক্রো-ক্যাথেটার ও বিশেষ ডিভাইসের সাহায্যে দূর করে—সবই একটি নন-ইনভেসিভ পদ্ধতিতে। ফলে রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন, পোস্ট-অপারেটিভ জটিলতার ঝুঁকিও কমছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.