ভারতের হায়দরাবাদে ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (AIMPLB) এবং আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (AIMIM)-এর ডাকে আয়োজিত এই সমাবেশে শনিবার (১৯ এপ্রিল) রাতে হাজার হাজার মানুষ অংশ নেন।
‘সংবিধান বাঁচাও, ওয়াকফ বাঁচাও’ শিরোনামে আয়োজিত এই জনসমাবেশে অংশ নেয় ভারতীয় কংগ্রেস, ভারত রাষ্ট্র সমিতি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি এবং দ্রাবিড় মুনেত্র কড়গম (ডিএমকে)-এর মতো একাধিক রাজনৈতিক দলের সদস্যরা। এই কর্মসূচি AIMIM-এর সদর দপ্তর দারুসসালামে অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ৩০ এপ্রিল রাত ৯টায় প্রতিটি ঘরে ‘বাত্তি গুল’ প্রতীকী প্রতিবাদ পালন করা হবে। সেই সময় মানুষ ঘরের আলো নিভিয়ে এই আইনবিরোধী প্রতিবাদে অংশ নেবে।
সমাবেশে AIMIM প্রধান এবং হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি জোরালো ভাষায় বলেন,
“আমরা মাথা নত করবো না। যারা আমাদের মুছে ফেলতে চায়, আমরা তাদেরই মুছে দেবো।”
তিনি আরও বলেন,
“সংসদে যে আইন আমি ছিঁড়ে ফেলেছিলাম, সেটা শুধু মুসলিমদের জন্য নয়—সব ধর্মের মানুষের পক্ষেই ছিল। এই ধরনের দমনমূলক আইন সবাইকেই ক্ষতিগ্রস্ত করবে।”
অন্যদিকে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানি বলেন,
“আমরা আদালতের ওপর আস্থা রাখি। আশা করি, এই আইনের ওপর স্থগিতাদেশ আসবে।”
তিনি অভিযোগ করেন, সংশোধিত ওয়াকফ আইন ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধারকে অত্যন্ত কঠিন করে তুলেছে। তার ভাষায়,
“এই আইন কার্যকর হলে মুসলিমরা নিজেদের জমিতেই ‘ভিজিটর’ হয়ে যাবে। এমনকি ‘মক্কা মসজিদ’ বা যেকোনো মসজিদকেই ওয়াকফ নয় বলে ঘোষণা করা সম্ভব হতে পারে। ভিতরে ঢুকে শুধু দর্শনার্থীর মতো দেখা যাবে। এটা কতটা ভয়াবহ, তা সহজেই কল্পনা করা যায়!”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.