সামাজিক যোগাযোগমাধ্যমে রাজত্বকারী ফেসবুক আজ আর আগের মতো জনপ্রিয় নয়—এমনটাই বিশ্বাস মেটা সিইও মার্ক জাকারবার্গের। আর এই ধস ঠেকাতে তিনি ২০২২ সালে দিয়েছিলেন এক চমকপ্রদ প্রস্তাব—প্রতি বছর ব্যবহারকারীদের বন্ধুতালিকা মুছে ফেলা যেতে পারে!
যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (FTC) এক মামলায় সাক্ষ্য দিতে গিয়ে বিষয়টি প্রকাশ্যে আসে। মামলায় মেটার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়—ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ কিনে প্রতিষ্ঠানটি একচেটিয়া আধিপত্য গড়ে তুলেছে। মামলার অংশ হিসেবে আদালতে উপস্থাপিত এক ইমেইলে দেখা যায়, ফেসবুকের সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা কমে যাওয়া নিয়ে উদ্বিগ্ন জাকারবার্গ এই প্রস্তাব দেন।
জাকারবার্গের যুক্তি ছিল—বন্ধুতালিকা মুছে ফেললে ব্যবহারকারীরা নতুনভাবে সংযোগ গড়ার আগ্রহ পাবেন। এমনকি তিনি ছোট কোনো দেশে এটি পরীক্ষামূলকভাবে চালুর কথাও বলেন, যেন এর ঝুঁকি সীমিত থাকে।
ফলো-ভিত্তিক মডেলে ফেসবুক কতটা কার্যকর হতে পারে, তা নিয়েও তখন প্রশ্ন তোলেন তিনি।
যদিও সেই প্রস্তাব শেষ পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি, তবে মেটা এখন বন্ধুবান্ধবদের জন্য একটি বিশেষ ট্যাব চালুর মাধ্যমে ‘পুরোনো দিনের ফেসবুক’ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। সেখানে অ্যালগরিদমভিত্তিক কনটেন্ট থাকবে না।
জাকারবার্গ আদালতে বলেন,
“মেটার ৩.৩ বিলিয়ন ব্যবহারকারী থাকার অন্যতম কারণ—উপযুক্ত বিকল্পের অভাব।”
২০২৫ সালের মধ্যেই বন্ধুত্ব-নির্ভর ফেসবুক অভিজ্ঞতা ফিরিয়ে আনার লক্ষ্য মেটার।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.