বলিউডের জনপ্রিয় ছবি ‘পিকু’ আবার ফিরছে প্রেক্ষাগৃহে। মুক্তির এক দশক পূর্ণ করে, চলতি বছরের ৯ মে পুনরায় বড় পর্দায় দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও প্রয়াত ইরফান খান অভিনীত এই ছবিটি।
শনিবার ইনস্টাগ্রামে দীপিকা পাড়ুকোন সিনেমার কয়েকটি দৃশ্যসহ একটি ভিডিও শেয়ার করে লিখেছেন,
“এমন একটা ছবি যা সব সময় আমার মনে থেকে যাবে। ‘পিকু’ ১০ বছর পূর্ণ করল। চলতি বছরের ৯ মে ছবিটি প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাচ্ছে। ইরফান, আমরা তোমাকে মিস করছি! মাঝে মাঝে তোমার কথা ভাবি।”
সেই পোস্টে দীপিকার অনুরাগীরা আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলেছেন, "আমার দেখা অন্যতম সেরা সিনেমা", কেউ আবার লিখেছেন, "আমার সর্বকালের প্রিয়, এটা আমার কম্ফোর্ট সিনেমা।"
অন্যদিকে, অমিতাভ বচ্চনও ‘পিকু’-এর রি-রিলিজ নিয়ে একটি ভিডিও বার্তায় বলেন,
“পিকুকে মনে আছে? পিকু আর ভাস্করদা একটা রোড ট্রিপে গিয়েছিল। এটা ছিল এক আবেগঘন, হাস্যরসপূর্ণ ও অবিস্মরণীয় যাত্রা। ছবিটি আবার মুক্তি পাচ্ছে। দেখবেন, তাই না?”
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘পিকু’ পরিচালনা করেছিলেন সুজিত সরকার। এটি প্রযোজনা করেছিলেন এনপি সিং, রনি লাহিড়ী এবং স্নেহা রজনী। ছবিটিতে দীপিকা, অমিতাভ ও ইরফান ছাড়াও অভিনয় করেন মৌসুমী চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও রঘুবীর যাদব।
সম্প্রতি পরিচালক সুজিত সরকার শুটিংয়ের সময়কার কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যেখানে দীপিকার সঙ্গে আলোচনায় ব্যস্ত দেখা গেছে তাঁকে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.