নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন ব্যবস্থা সংস্কারসহ একাধিক দাবি উত্থাপন করেছে। রোববার (২০ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দলটি নিবন্ধন প্রক্রিয়ার সময়সীমা ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানায়।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসি পক্ষে উপস্থিত ছিলেন চার কমিশনার ও সচিব এনসিপি পক্ষে মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন । বৈঠকে ২০০৮ সালের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা সংশোধনের দাবি তোলা হয়
এনসিপির প্রধান দাবিসমূহ: নিবন্ধন আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানো, জেলা-উপজেলা পর্যায়ে অফিস স্থাপনের শর্ত শিথিল, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ।
১০ মার্চ দল নিবন্ধনের জন্য ইসি বিজ্ঞপ্তি জারি করে, যার শেষ সময় ছিল ২০ এপ্রিল। এনসিপি এ সময়সীমা বাড়ানোর পাশাপাশি বিদ্যমান নিবন্ধন বিধিমালাকে 'অসাংবিধানিক' আখ্যা দিয়েছে। দলটির মতে, ২০০৮ সালের এ বিধিমালা রাজনৈতিক বহুত্ববাদকে সীমিত করে। ২৮ ফেব্রুয়ারি ঢাকার মানিক মিয়া এভিনিউতে বড় সমাবেশের মাধ্যমে এনসিপির আত্মপ্রকাশ ঘটে। নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত হয়েছে দলটির ২১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি। ইসি জানিয়েছে, তারা এনসিপির দাবিগুলো বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.