খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব 'ইস্টার সানডে' বা যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস আজ রোববার পালিত হচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছিলেন।
খ্রিষ্টান ধর্মমতে, গুড ফ্রাইডেতে যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। মৃত্যুর তৃতীয় দিনে তিনি পুনরুত্থান লাভ করেন। এ দিনটিকে ইস্টার সানডে হিসেবে পালন করা হয়, যা বিশ্বব্যাপী খ্রিষ্টানদের জন্য অত্যন্ত পবিত্র ও আনন্দের দিন।
বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া যৌথ বিবৃতিতে বিশ্বের সব খ্রিষ্টান সম্প্রদায় ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, "ইস্টার সানডের চেতনা বিশ্বব্যাপী শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।"
দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ, কাকরাইল ও তেজগাঁওয়ের ক্যাথলিক চার্চ মিশনে প্রাতঃকালীন প্রার্থনা, বাইবেল পাঠ ও প্রার্থনাসংগীতের মাধ্যমে দিনটি পালন করা হবে। এছাড়া দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে।
ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.