জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় আবারও বসেছে বিএনপি। রোববার সকালে সংসদ ভবনের কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির পক্ষে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
কমিশনের পক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন কমিশনের সদস্যবৃন্দ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
বিএনপির সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও নির্বাহী বিভাগ সংস্কার সংক্রান্ত সুপারিশ নিয়ে আজকের বৈঠকে বিএনপি তাদের মতামত তুলে ধরবে। গত বৃহস্পতিবারও বিএনপি কমিশনের সঙ্গে একই বিষয় নিয়ে আলোচনা করেছিল।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে। এ পর্যন্ত ৩৯টি দলের মধ্যে ৩৪টি দল তাদের মতামত দিয়েছে।
সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন সংস্কার বিষয়ে সুপারিশ নিয়ে এই সংলাপ চলছে। আগামী দিনগুলোতে অন্যান্য দলের সাথেও বৈঠক চলবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.