পাকিস্তানের উত্তরাঞ্চলের একাধিক শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৯। তবে এখন পর্যন্ত কোনও প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে এবং এটি ভূপৃষ্ঠের ৯৪ কিলোমিটার গভীরে ঘটেছে।
রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি) জানিয়েছে, সকাল ১১টা ৪৮ মিনিটে রাজধানী ইসলামাবাদসহ রাওয়ালপিন্ডি, লাহোর, শেখুপুরা, অ্যাবোটাবাদ, অ্যাটক, হরিপুর, মানসেহরা, পেশোয়ার, নওশেরা, মারদান, সোয়াত, চিত্রাল, শাংলা, মালাকান্দ ও মুজাফফরাবাদসহ বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষজন দ্রুত ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে এবং অনেকেই কুরআনের আয়াত পাঠ করতে শুরু করে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
পাকিস্তান একটি ভূমিকম্প-প্রবণ এলাকা হিসেবে পরিচিত। দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্প হয় ২০০৫ সালে, যখন কাশ্মীর অঞ্চলে ৭.৬ মাত্রার ভূমিকম্পে ৮৬ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। এছাড়া ২০১৩ সালে বেলুচিস্তানে ৭.৭ মাত্রার আরেকটি ভূমিকম্পে ৮০০ জনের বেশি মানুষ নিহত হন এবং বহু গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.