পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সিন্ধু নদে বিতর্কিত খাল নির্মাণ প্রকল্প বন্ধ না হলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে জোট ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। হায়দারাবাদে এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।
"দেশে সন্ত্রাসবাদের সংকট চলাকালে কেন্দ্রীয় সরকার ভাইয়ের বিরুদ্ধে ভাইকে লড়াইয়ে উস্কে দিচ্ছে।"
পিএমএল-এন নেতৃত্বাধীন সরকারের 'সিংহ' প্রতীক প্রসঙ্গে বলেন, "তাদের প্রতিটি প্রকল্প কৃষকবিরোধী। গম কেলেঙ্কারি ও কৃষি করের মাধ্যমে কৃষকদের সর্বস্বান্ত করা হচ্ছে।"
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ইতোমধ্যে প্রকল্পটি প্রত্যাখ্যান করলেও সরকার জোরপূর্বক এটি চালু করতে চাইছে বলে দাবি করেন।
বিলাওয়াল বলেন, "পিপিপি নীতির প্রশ্নে আপস করে না। আমরা ফেডারেশন, কৃষক ও সিন্ধু নদ রক্ষায় আন্দোলন চালিয়ে যাব।" আগামী ২৫ এপ্রিল সুক্কুরে বড় সমাবেশের মাধ্যমে তাদের প্রতিবাদ জোরদার করা হবে বলে জানান তিনি। ইসলামাবাদকে উদ্দেশ্য করে তিনি বলেন, "যারা ক্ষমতায় বসে আছে, তারা প্রদেশের ব্যথা দেখতেও চায় না, শুনতেও চায় না।"সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ জনসভায় বলেন, "এই বিপুল উপস্থিতি পিপিপির প্রতি মানুষের অকুণ্ঠ সমর্থনের প্রমাণ।" তিনি সিন্ধুর স্বার্থে পিপিপির ঐতিহাসিক সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "অতীতেও আমরা ভূমি ও সম্পদ রক্ষায় লড়েছি, এবারও লড়াই করব।"
সিন্ধু নদের পানিবণ্টন ও খাল প্রকল্পকে কেন্দ্র করে পিপিপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরে চলছে। পিপিপির এই সতর্কবার্তা রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.