১২৮ বছরের দীর্ঘ বিরতি শেষে ক্রিকেট আবার ফিরছে অলিম্পিক অঙ্গনে! ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে টি২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক প্রতিযোগিতা। আইওসি সদ্য ঘোষণা করেছে, ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারগ্রাউন্ডে তৈরি হবে বিশেষ ক্রিকেট ভেন্যু।
ভেন্যুর বৈশিষ্ট্য:
অস্থায়ী স্টেডিয়াম হিসেবে নির্মিত হবে।
পুরুষ ও নারী উভয় বিভাগে ৬টি করে দল অংশ নেবে।
প্রতি দলে সর্বোচ্চ ১৫ জন খেলোয়াড় থাকবে।
এলএ২৮ কমিটির মুখপাত্র জানান, "বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা আমাদের জন্য গর্বের। পোমোনার এই ভেন্যু বিশ্বব্যাপী ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ আয়োজন করবে।"
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, "এটি ক্রিকেট ইতিহাসের মাইলফলক। অলিম্পিক প্ল্যাটফর্ম ক্রিকেটকে নতুন দর্শকদের কাছে পৌঁছে দেবে। আমরা আয়োজকদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।"
প্রাথমিকভাবে নিউইয়র্ককে ভেন্যু হিসেবে বিবেচনা করা হলেও, গত বছর টি২০ বিশ্বকাপের অভিজ্ঞতার পর ক্যালিফোর্নিয়াকে বেছে নেওয়া হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, পোমোনার কেন্দ্রীয় অবস্থান এবং উন্নত অবকাঠামোই এই সিদ্ধান্তের মূল কারণ।
সর্বশেষ ১৯০০ প্যারিস অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। ১৯৮৬ সালে অ্যাথেন্স অলিম্পিকে অন্তর্ভুক্তির চেষ্টা ব্যর্থ হয়। ২০২৪ প্যারিস গেমসে অন্তর্ভুক্তি না হলেও ২০২৮ সালে চূড়ান্ত স্বীকৃতি মিলেছে।
ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে আছে ২০২৮ সালের দিকে, যখন অলিম্পিকের এই মহাযজ্ঞে আবারও ধ্বনিত হবে ব্যাট ও বলের শব্দ। এটি শুধু একটি খেলা নয়, ক্রিকেটের বিশ্বায়নের নতুন অধ্যায়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.